যশোরে ১২ হাজার লিটার পামঅয়েল মজুদ ব্যবসায়িকে লাখ টাকা জরিমানা

0
345

নিজস্ব প্রতিবেদক : যশোরে ১২ হাজার লিটার পাম অয়েল মজুদের দায়ে জয়দেব মন্ডল নামে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন যশোর শহরতলীর শেখহাটি জামরুল তলায় রাজু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতে পেশকার শেখ জালাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি পুলিশ সদস্যদের নিয়ে শহরতলীর শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে অভিযান চালান। এসময় সেখানে ৬০টি ব্যারেলে ১২ হাজার লিটার পামঅয়েল মজুদ পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মন্ডল ঢাকা থেকে তেল কিনে এখানে মজুদ করেছেন। এরপর তেলের মালিককে ডেকে আনা হয়। তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা তেল যশোরের মজুদের কথা স্বীকার করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত গঠন করে জয়দেবকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, অনাদায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। এসময় দ-িত জয়দেব মন্ডল এক লাখ টাকা জরিমানা দিয়ে জেলের সাজা থেকে রা পান। পেশকার জালাল উদ্দিন আরো জানান, জয়দেব মন্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদয় তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। অভিযানকালে জেলা বাজার কর্মকর্তা কুতুবউদ্দীন ও পুলিশ সদস্যরা ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here