যশোরের আদালতে ৯ মামলায় ১০ আসামীর সাজা প্রদান

0
471

স্টাফ রিপোর্টার : যশোরে নয় মামলায় ১০ আসামির পৃথক মেয়াদের সাজা প্রদান করে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। বুধবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস মামলার পৃথক রায়ে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি লতিফা ইয়াসমিন ও ভীম সেন দাস।
আসামিরা হলেন, অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের শুশীল দাসের ছেলে শিব দাস (এক বছর), বেনাপোল সাদিপুর গ্রামের শাহ আলমের ছেলে জুয়েল রানা, (এক বছর),
শার্শা উপজেলার মৃত মিজানুরের স্ত্রী আক্তার বেগম (দুই বছর), চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত মুন্নান হোসেনের ছেলে শামীম রেজা (দুই বছর),
বেনাপোলের আমড়াখালী গ্রামের হানিফ আলীর ছেলে সোহেল রানা ও মৃত আবুল খায়েরের ছেলে আশিকুর রহমান (এক মামলায় দুজনকেই দুই বছর), খুলনা জেলার সোনাডাঙ্গা শেখপাড়া এলাকার মৃত একরাম খলিফার স্ত্রী নার্গিস বেগম , (এক বছর), শহরের বেজপাড়া এলাকার সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে টিটু বিশ্বাস ওরফে রহিম,
চৌগাছা সদরের শহর আলীর ছেলে মুন্না(তিন বছরের ), চৌগাছা উপজেলার শাহাজাদপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে জসিম উদ্দিন( দুই বছর)।
আদালতের বেঞ্জ সহকারী মোঃ আব্দুল কাইয়ুম জানান, তাদের মধ্যে শামীম রেজার বঙ্গবন্ধুর শৈশব কাল জেনে ৩শ’ শব্দের মধ্যে সারমর্ম লিখে সমাজ সেবা অফিসারের কাছে জমা দিতে হবে। এছাড়া সোহেল রানা ও আশিকুর রহমান হাসপাতালে প্রতিমাসে একদিন দুই ঘন্টা সেবা দিতে হবে। এরবাইরেও বিভিন্ন শর্ত মেনে তাদেরকে বাড়িতে সাজা ভোগের সুযোগ দেয়া হয়েছে। প্রবেশনকালীন সময়ে শর্ত ভঙ্গ করলে তাদেরকে কারাগারে সাজা ভোগ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here