রাসেল মাহমুদ।। যশোর সদরের রূপদিয়া বাজারে ট্রাকের ধাক্কায় জহুরুল ইসলাম নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রূপদিয়া বাজারে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে মর্মান্তিক এদূর্ঘটনাটি ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহত জহুরুল ইসলাম মনিরামপুর থানার কুয়াদা-বলিয়ানপুর গ্রামের মৃত হামিদ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন- জহুরুল ইসলাম নিজে ভ্যান চালিয়ে যাওয়ার পথে রূপদিয়া বাজারের আন্ধারীবটতলা এলাকায় নতুন বাসস্টপেজ অতিক্রমের সময় যশোর থেকে খুলনাগামী একটি দ্রুতগতীর ট্রাক পিছন দিক থেকে স্বজোরে ধাক্কা দিলে ভ্যানের উপর থেকে ছিটকে পড়ে পিছনের চাকা মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়।
এসময় ঘাতক ট্রাক দ্রুতগতীতে পালিয়ে যায়। নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সুপ্রভাত মন্ডল জানান, সংবাদ পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হই এবং নিহত ভ্যানচালকের নাম-পরিচয় সনাক্ত পূর্বক নিয়ম অনুযায়ী যশোর হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ ন্যাস্ত করা হয়েছে। নিহত ভ্যানচালক জহুরুল ইসলাম মোট পাঁচ ভাই ও আট বোনের মধ্যে নোয়া। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের পিতা।















