যশোর কাস্টমসের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

0
308

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ উপলক্ষে গতকাল সকালে কাস্টমস কমিশনার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পরে কমিশনারেটের হল রুমে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের শিশু সন্তানদের অংশ গ্রহনে বঙ্গবন্ধুর জীবনীর উপর উদ্ভাবনীমূলক প্রতিযোগিতায় আয়োজন করা হয় ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্নজীবনী” বই বিতরণ করেন যশোর কাস্টমসের কমিশনার । সব শেষে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় কাস্টমস কমিশনার মোয়াজ্জেম হোসেনসহ কমিশনারেটের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। পওে জাতির চনকের জš§ বাষিৃকী সম“ণে শিশুদের মাঝে খাবার বিতরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here