স্টাফ রিপোর্টার: যশোরে যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম দিন পালিত হয়েছে। এ উপলক্ষে যশোরের সরকারী , বেসরকারী ,আধা সরকারী এবং স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানসমুহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান এবং বই মেলা।
সকালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অপনের মাধ্যমে জাতির জনকের ১০২তম জš§ দিনের অনুষ্ঠান মালার উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সায়েমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এর পরই যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, জেলা জজের নেতৃত্বে জজশীপের কর্মকর্তাবৃন্দ, ডিসির নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে যশোর সদর উপজেলা পরিষদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের নেতৃত্বে যশোর জেলা পরিষদ, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশের নেতৃত্বে যশোর পৌর পরিষদ, প্রেস কাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনর ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপির নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদারের নেতৃত্বে জেলা যুবলীগ, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামানের নেতৃত্বে শহর আওয়ামীলীগ, বাবু মোহিত কুমার নাথের নেতৃত্বে কোতয়ালী আওয়ামীলীগ, চেয়ারম্যান প্রফেসর ডঃ আহসান হাবিবের নেতৃত্বে যশোর শিক্ষা বোর্ড, জেলা সিভিল সার্জন, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা দুর্নীতি দমন কমিশন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, যশোর মাধ্যমিক শিক্ষা অফিস, যশোর সরকারী মহিলা কলেজ, যশোর এমএম কলেজ, যশোর জিলা স্কুল, যশোর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজ, যশোর শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি, যশোর পলিটেকনিক ইন্সটিটিউট, যশোর উপশহর মহিলা কলেজ, যশোর কলেজ, যশোর এসএম সুলতান ফাইন আর্ট কলেজ, যশোর সরকারী কলেজ, উপশহর ডিগ্রি কলেজ, সেবা সংঘ উচ্চ বালিকা বিদ্যালয়, বাদশা ফয়সল ইসলামী ইন্সটিটিউট, যশোর ইন্সটিটিউট, যশোর সম্মিলিত সাংস্কৃতিক হোট, উদীচী যশোর জেলা সংসদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, দৈনিক গ্রামের কাগজ পরিবার, দৈনিক স্পন্দন পরিবার, দৈনিক কল্যাণ পরিবার, যশোর আইনজীবী সমিতি, যশোর পিবিআই, যশোর সিআইডি, যশোর এলজিইডি, যশোর গণপূর্ত সার্কেল, যশোর সড়ক বিভাগ, কাস্টমস কমিশনার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনাে টের সদস্যবৃন্দ, সুপারের নেতৃত্বে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, অধ্যক্ষের নেতৃত্বে যশোর মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সেনালীর নেতৃত্বে যুব মহিলালীগের সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমীর নেতৃবৃন্দসহ সর্বস্তরের যশোরবাসী জাতীর জনকের ম্যুরালে পুষ্পামাল্য অর্পনের মাধ্যমে জš§দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর। এদিকে বিকেলে যশোর জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবনী আলোখ্যানুষ্ঠান। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া যশোর টাইন হল ময়দানে অনুষ্ঠিত হয় বই মেলা। রওশন আলী মঞ্চে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জাতীর জনকের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন। সন্ধ্যার পর জাতিরজনকের জš§দিনকে স্মরনীয় করে রাখতে আতোশবাজি উৎসব করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে যশোরের বিভিন্ন সরকারী বেসরকারী ও স্ব^ায়ত্বশাষিত প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়। বিশেষ করে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামনের উদ্যোগে যশোরের মুজিব সড়কে নান্দনিক আলোকসজ্জা শহরবাসীকে মুগ্ধ করে। এছাড়া যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার। যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজে দিবসটি উপলক্ষে দিনব্যাপী চলে নানা অনুষ্ঠান। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জš§ বার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা।
বিকেলে যশোর জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জš§ বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ও বিশেস দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপিসহ জেলা, উপজেলা ও শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা ছাড়াও সরকারী বেসরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।















