চৌগাছায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,র‍্যালী ও স্টল পরিদর্শন

0
244
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ  যশোরের চৌগাছায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা শেষে উপজেলা প্রশাসনের আয়োজিত সুবর্নজয়ন্তী মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার সকালে পাঁচটি  জাতীয় পতাকা সজ্জিত ট্রাকে র‍্যালী অনুষ্ঠিত হয় যশোরের ৫০ জন মুক্তিযোদ্ধা কমান্ডারের নেতৃত্বে। র‍্যালীর শুরুতে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এবং সংবর্ধনা শেষে উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতার সুবর্নজয়ন্তী মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
পরিদর্শনকালে চৌগাছা থানা স্টল, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় স্টল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় স্টল, উপজেলা কৃষি ও মৎস্য কার্যালয় স্টল,প্রেসক্লাব চৌগাছা স্টল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রানীসম্পদ কার্যালয়,উপজেলা প্রকৌশলীর কার্যালয় স্টল, পল্লি বিদ্যুত সমিতি,  উপজেলা পল্লি উন্নয়ন,সমবায় অফিস,সমাজসেবা কার্যালয়ের স্টল সহ স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত মেলার সকল  স্টল পরিদর্শন করা হয়।
এসময় মেলার ১৬ নং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় স্টল এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের হাতে হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here