পাইকগাছায় আলোচিত  দোকান ঘর নিয়ে অবশেষে  মালিক ভাড়াটিয়ার মধ্যে সমযোথা 

0
443
জি এ গফুর,পাইকগাছা :  পাইকগাছায় বহুল  আলোচিত  দোকান ঘর নিয়ে অবশেষে  মালিক ও  ভাড়াটিয়ার মধ্যে সমঝোতা হয়েছে। এ ঘটনায়  এলাকাবাসী  স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ঘটনাটি উপজেলার কপিলমুনি বাজারে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ও  পাইকগাছা থানার  ওসি জিয়াউর রহমান জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ঘরের মালিক ও ভাড়াটিয়ার মধ্যে সমঝোতা করতে সক্ষম হয়।
জানা যায়, পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে ৩ শতক  পেরিফেরী ভুক্ত সম্পত্তি  নাজমুল শাহাদাৎ সিদ্দিকী  সরকারের নিকট থেকে ডিসি আর গ্রহণ করে বর্তমানে ইজারা প্রদান করিয়া ভোগ দখলে রয়েছেন। এদিকে তালা থানার গংগারাম পুর গ্রামের বিপ্রদাস দেবনাথ ব্যবসা করার জন্য ১৪২১ সালের ১ ফাল্গুন থেকে ১৪২৮ সালের ৩০মাঘ মাস ৭ বছরের জন্য লিখিত চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা বানিজ্য শুরু করেন।। কিন্তু পেরিফেরীভুক্ত জমি দেখে  বিপ্রদাস নিজের নামে ডিসি আর নেওয়ার জন্য গোপনে সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করলে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে ক্ষোভ দানা বেঁধে ওঠে। পরিশেষে  ঘর মালিক নাজমুল শাহাদৎ সিদ্দিকী  গত ৫ মার্চ শনিবার বিকালে  নিজের সম্পদ টিকিয়ে রাখার স্বার্থে কপিলমুনি বনিক সমিতি সহ স্থায়ীয়দের স্মরনাপন্ন হলে  শতশত মানুষ ও ব্যবসায়ী নের্তৃবৃন্দের উপস্তিতে তার ঘর বুঝে নিয়েছেন বলে দোকান মালিক জানিয়েছেন। এ ঘটনায় উভয়ের মধ্যে আরও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে শনিবার সকালে আদালতের এক আদেশের  উপর ভিত্তি করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার ও পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জিয়া কপিলমুনি বাজারে বনিক সমিতির নেতৃবৃন্দকেসাথে নিয়ে সমঝোতা বৈঠক করেন। পরিশেষে আগামী ৫দিনের মধ্যে ঘর মালিক নাজমুল শাহাদাৎ সিদ্দিকী ভাড়াটিয়া বিপ্রদাশ দেবনাথের নিকট থেকে অগ্রীম গ্রহনকৃত টাকা ফেরত দিলে ভাড়াটিয়া বিপ্রদাশ ঘর মালিক নাজমুল শাহাদাৎ সিদ্দিকীর দোকান ঘর স্বেচ্ছায় ছেড়ে দিতে সম্মতি দিয়েছেন।  এ সমঝোতার পর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম  উভয় পক্ষের সম্ভতিতে স্থানীয় শত শত ব্যবসায়ীদের উপস্থিতিতে  আদালতের আদেশ বাস্তবায়ন করেন। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, কপিলমুনি বাজারের বিবাদমান দোকান ঘরটি নিয়ে আদালতের আদেশ পেয়ে ঘর মালিক, ভাড়াটিয়া, ইউপি চেয়ারম্যান ও বনিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে উভয়ের সমঝোতার ভিত্তিতে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে। ওসি জিয়াউর রহমান জিয়া জানান, উপজেলা নির্বাহী অফিসা স্যারের নির্দেশনা মোতাবেক আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে। ভাড়াটিয়া বিপ্রদাশ দেবনাথ বলেন, আমার অগ্রীম প্রদান করা টাকা আগমী ৫ দিনের মধ্যে ফেরত দিলে আমি মালিকের ঘর তার অনুকুলে স্বেচ্ছায় বুঝে দিব এই মর্মে অঙ্গীকার নামা করা হয়েছে। ঘর মালিক নাজমুল শাহাদাৎ সিদ্দিকী বলেন,  আমরা প্রশাসন,  স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বনিক সমিতির নেতৃবৃন্দের মধ্যস্থতায় আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা রেখে সমঝোতা করে নিয়েছি।  আগামী ৫ দিনের মধ্যে আমি ভাড়াটিয়া বিপ্রদাশ দেবনাথ এর অগ্রীম টাকা ফেরত দিলে সে আমার দোকান ঘর ছেড়ে দিবে। তবে দীর্ঘ দিনের বিবদমান বিষয় নিস্পত্তি হওয়ায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা  উপজেলা নির্বাহী অফিসার, ওসি পাইকগাছা ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন।
ছবিঃ পাইকগাছায় বিবদমান দোকান ঘর আদালতের আদেশে সমঝোতার মাধ্যমে খুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here