বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী যশোরে যুবলীগনেতা বিপুলের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন

0
385

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
রবিবার সন্ধ্যার পরপরই এই চলচ্চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন আনোয়ার হোসেন বিপুল। কয়েকশ’ মানুষ এই চলচ্চিত্র দেখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, যুবলীগ নেতা সাহিদুর রহমান রিপন, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান মৌমন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, শহর ছাত্রলীগের সদস্য উসমানুজ্জামান চৌধুরী সাকিব, সদস্য সাকিবুজ্জামান সাকিব, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here