যবিপ্রবির মার্কেটিং বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0
320
যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ মার্চ) যবিপ্রবির মার্কেটিং বিভাগের নিজ কক্ষে তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেয় মার্কেটিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ব্যবসায়ী শিক্ষা অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মেহেদী হাসান। প্রধান অতিথির বক্তব্যে ড. মেহেদী হাসান বলেন শিক্ষার্থীদের ছাত্রজীবনের প্রতিটা সময় গুরুত্বপূর্ণ। সময়কে  অপচয় করা যাবে না। তিনি বলেন ছাত্র জীবন নির্দিষ্ট করে  দিবে কার ভবিষ্যৎ কেমন হবে। এই জন্য ছাত্র জীবনের সময়টাকে যথাযথ ব্যবহার করতে হবে।  একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম শরিফুল হক, মোঃ সালিউদ্দিন ও প্রভাষক এস এম মনিরুল ইসলামসহ মার্কেটিং বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here