রাজগঞ্জে বঙ্গবন্ধুর ছবি একে প্রথম হয়েছে  স্বাক্ষর 

0
681

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর ছবি হাতে একে প্রথম হয়েছে স্বাক্ষর আলম।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ-২০২২) সকালে অত্র বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকদের সর্বোচ্চ নম্বর পেয়ে স্বাক্ষর আলম প্রথম স্থান অধিকার করে। স্বাক্ষর আলম রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র এবং রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের ছেলে। স্বাক্ষর আলমের হাতে আকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি প্রধান শিক্ষকের কক্ষে সংরক্ষিত আছে।
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন- ছবিটি সুন্দর আকা হয়েছে। এজন্য স্বাক্ষর আলমকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী লেখা একটি বই উপহার হিসেবে দেওয়া হয়েছে। আমি স্বাক্ষর আলমের সার্বিক মঙ্গল কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here