ফলোআপঃ শ্যামনগরে মুদি দোকানদার শাহিনুরের মানবেতর জীবন,আর্থিক অনাটনে,

0
335
ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের উত্তর আটুলিয়া (কাছারীব্রিজ সংলগ্ন) মেসার্ম সুবাইতা নামীয় মুদি দোকানের ১৬ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হওয়ায় শাহিনুরের মানবেতর জীবন যাপন করছে।মেসার্ম সুবাইতা নামীয় মুদি দোকানের স্বত্তাধিকারী মমতাজ উদ্দীন গাজীর পুত্র শাহিনুর রহমান জানান, তার দোকানটি আয় রোজগারের একমাত্র মাধ্যম হওয়ায় এ উৎস থেকে সংসারটি পরিচালিত হয়। বিভিন্ন সমিতি বা এনজিও প্রতিষ্ঠান , বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ধার/কর্জ ও নওয়াবেঁকী মোকামের দোকানদার থেকে বাকি মাল ক্রয় করে ব্যবসাটি পরিচালিত হয়ে আসছিল। ১৫ মার্চ ভোর প্রায় ৪টার দিকে দোকানের ভিতরে আগুনের লেলিহান শিখা লোক মুখে খবর পান শাহিনুর রহমান। এলাকাবাসী শত চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হলেও সমুদয় মালামাল আগুনে পুড়ে যায়। এ দৃশ্য দেখে শাহিনুর রহমান দারুন দুঃচিন্তায় দিন কাটাচ্ছেন। শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান(সাঈদ), আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উৎসুক জনতা ভিড় জমায়। বর্তমানে শাহিনুর লোকের ঋন পরিশোধ করতে পারছে না, এমনকি তার সন্তানদের নিয়ে সংসার পরিচালনা করতে তিনি মানবেতর জীবন যাপন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here