অভয়নগরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী

0
316

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। সাত দিনব্যাপী মেলায় অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৪০টি স্টলের প্রতিনিধিদের মাঝে আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রসঙ্গত, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবিার্ষিকী ও জাতীয় শিশু দিবসের দিন থেকে এ মেলা অনুষ্ঠিত হয়। যা শেষ হয় গতকাল বুধবার ২৩ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here