কালীগঞ্জে ট্রেন চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা

0
258

স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ(ঝিনাইদহ): বেতনভাতা নিয়ে দাবি পূরণ না হওয়ায় সারাদেশে হঠাৎ রেল ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। আর এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বুধবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে দুর্ভোগে পড়েছে ঝিনাইদহের সাধারণ যাত্রীরা। স্টেশনে এসে দীর্ঘ সময় বসে থেকে আবার ফিরে যেতে হয়েছে। অনেকে টিকিটের টাকা ফেরত নিয়ে চলে গেছে। সায়রা খাতুন নামে এক যাত্রী জানান, কালীগঞ্জ থেকে আনসার বাড়িয়া যাবেন। সকাল থেকে ট্রেনের অপেক্ষায় বসে আছেন। কিন্তু ট্রেন আসছে। এরপর একজন বলেন ট্রেন চলাচল বন্ধ। তাই ফিরে যাচ্ছেন। শরিফুল ইসলাম নামের আর এক যাত্রী বলেন, ধর্মঘট হঠাৎ করে ডাকলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দু-একদিন আগে এটা ঘোষণা দিলে মানুষ বিকল্প ব্যবস্থা করতে পারে। স্টেশনে এসে শুনি ট্রেন চলাচল বন্ধ। তাই টিকিটের টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছি। ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, সকাল থেকে অনেক যাত্রী ফিরে গেছে। অনেকের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। রেলওয়ের রার্নি স্টাফরা এ ধর্মঘট ডেকেছে। তবে তারা স্টেশনে দায়িত্ব পালন করছেন। দিবাগত রাত ৩ টা থেকে কোন ট্রেন যাতায়াত করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here