বেনাপোলে পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ ০৮ জন গ্রেফতার

0
356

বেনাপোল থেকে এনামুলহক হক: বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক অভিযানে ৭জন ওয়ারেন্ট ভুক্ত আসামি ও ৫০০ গ্রাম গাঁজা সহ ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করে। আটককৃতরা হলোঃ বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের তাহের আলীর ছেলে টুটুল শেখ (২৯) বারপোতা গ্রামের মহর আলীর ছেলে মুকুল শেখ (৩৫) গাজিপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মেহেদী হাসান অবনী (৪৩) কাগজপুকুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪৫) বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইদ্রিস আলী (৪৩) কাগজপুকুর গ্রামের ইসমাইল গাজির ছেলে মফিজুল ইসলাম (৩২) কাগমারি গ্রামের সিহাবুদ্দিন এর ছেলে বিল্লাল হোসেন (৪৪) ও ৫০০ গ্রাম গাজা সহ ভবেরবেড় গ্রামের মোঃ রনি (৩২)। বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ কামাল হোসেন ভুইয়া বলেন, থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক ওয়ারেন্ট ভুক্ত ৭ জন আসামি ও গাজা সহ ১ জনকে আটক করা হয়। আটককৃতদের যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here