ঝিকরগাছার কুখ্যাত মাদক ব্যবসায়ি রেজার সহযোগী মাদক সম্রাজ্ঞী ভাবী আটক

0
280

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম রেজার সহযোগী মাদক সম্রাজ্ঞী মোছাঃ মনোয়ারা বেগম ওরফে ভাবী (৪৫) কে আটক করেছেন। সে উপজেলার ০২ নং মাগুরা ইউনিয়নের মনোহরপুর গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী। থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ বদ্ধপরিকর হয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১২এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৯ মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম রেজাকে আটক করা হয়। ঠিক সেই সময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মাদক সম্রাজ্ঞী মোছাঃ মনোয়ারা বেগম ওরফে ভাবী পালিয়ে যায়। ১৩ এপ্রিল বুধবার সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে নারী পুলিশের সহায়তায় মাদক সম্রাজ্ঞী মোছাঃ মনোয়ারা বেগম ওরফে ভাবীকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here