বেনাপোলের হত্যা মামলার আসামির আদালতে আত্মসমর্পন

0
258

স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের উত্তরপাড়ার আমিরুল ইসলাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রুবেল হোসেন আদালতে আত্মসমর্পন করেছেন। রুবেল হোসেন কাগজপুকুর গ্রামের উত্তরপাড়ার খলিলুর রহমানের ছেলে। রোববার তিনি আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় পূর্বশত্রæতার জের ধরে কাগজপুকুর গ্রামের জামতলা মোড়ে কুপিয়ে ও বোমা হামলা করে আমিরুলকে হত্যা করে। এ ব্যাপারে নিহের ছেলে সাগর আহম্মেদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিটে অভিযুক্ত রুবেল হোসেনকে পলাতক দেখানো হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর রুবেল রোববার আদালতে আত্মসমর্পন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here