স্টাফ রিপোর্টার : যশোরের খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মতান্ত্রিকভাবে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ওই কার্যক্রম স্থগিত করে দেয়। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যদের নেতৃত্বে এলাকার উত্তাপ্ত পরিবেশ শান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য অভিভাবকদের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না করেই একটি প অবৈধভাবে কমিটির সদস্য নির্বাচিত করার জন্য অনিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম শুরু করে। কার্যক্রম সফল করতে পার্শ্ববর্তী এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসীদের জড়ো করার উদ্দ্যোগ নেয়া হয়। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে পুলিশের সহায়তায় ওই প্রক্রিয়া বন্ধ করে দেয় ,বর্তমান ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মঈন উদ্দিন ময়না জানান, ‘তারা নিয়মতান্ত্রিক উপায়ে খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন করতে চাই। কিন্তু ওই বিদ্যালয়ের সহকারি শিক জাকির হোসেন মিনি নিজের স্বার্থ হাসিল করতে অবৈধভাবে কমিটি গঠনের জন্য বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের জড়ো করে। প্রশাসন ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখে তারা বিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি। তার উদ্দেশ্যে ছিল একাধিক মামলার আসামি বিএনপি নেতা জামতলা গ্রামের সিরাজুল ইসলাম ও রাজাপুর গ্রামের গিয়াস উদ্দিনকে জোরপূর্বকভাবে অভিভাবক সদস্য করা। সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করার জন্য সন্ত্রাসীদের জড়ো করে। বর্তমান কমিটির সভাপতি সৈয়দ মুনির হোসেন টগরের মদদে জাকির হোসেন মিনি এটা করছেন। এলাকাবাসী ও প্রশাসনের ব্যাপক উপস্থিতির কারণে সেই অবৈধ চেষ্টা বাস্তবায়িত হয়নি। পরে সভাপতি তাকে ফোন করে বলেন যশোর শহরে আসেন মির্টিং হবে। এলাকাবাসী বক্তব্য স্কুলের সকল সিদ্ধান্ত স্কুলে মির্টিং করে নেয়া হবে। সেইজন্য কোন শিক ও অভিভাবক মিটিং করতে যশোর শহরে যাননি,নাম প্রকাশে অনচ্ছুক একাধিক শিক জানান, জাকির হোসেন হোসেন মিনি নিজের স্বার্থে সভাপতিকে ব্যবহার করছেন। তার ইচ্ছামত কমিটি গঠনের অবৈধ চেষ্টা চালচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের জড়ো করছেন। দুজন সন্ত্রাসীকে তিনি অভিভাবক প্রতিনিধি বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন। সেইজন্য সভাপতির ভাবমূর্তি ুন্ন হচ্ছে। মিনি নিয়মিত স্কুলে আসেন না। শিার্থীদের কাস নেন না। সপ্তাহে একদিন এসে হাজিরা খাতায় স্বার করেন। এভাবে চলতে থাকলে সকল অভিভাবক ও শিার্থীদের সাথে নিয়ে মিনির বিরুদ্ধে মানববন্ধন করা হবে। প্রধান শিক বজলুর রহমান বলেন, মঙ্গলবারে মির্টিং কল করার জন্য সভাপতি আমাকে বলেন। সেই মোতাবেক কার্যক্রম শুরু করি। কিন্তু পার্শ্ববর্তী এলাকার সন্ত্রাসীরা আমাকে ফোন দিচ্ছেন। বলছে স্যার স্কুলের কমিটি হবে? ভীতিকর পরিবেশ সৃষ্টি করার তারা উপস্থিতি জানান দিচ্ছে। সুন্দর পরিবেশে ম্যানেজিং কমিটি গঠনের জন্য তিনি প্রশাসনের হস্তপে কামনা করেন। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার অলিদ হোসেন বলেন, স্কুলে প্রধান শিকের অনুপস্থিতিতে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা চলছিল। আশপাশে বিভিন্ন ধরণের লোকজন জড়ো হয়েছিল,কিন্তু কেউ স্কুলে প্রবেশ করতে পারেনি। ম্যানেজিং কমিটির মির্টিংও স্থগিত হয়ে গেছে। পরিবেশ স্বাভাবিক আছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু, চুরির সময় গণপিটুনি ও গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার ...
যশোর অফিস : যশোরে পৃথক দুটি ঘটনায় চুরির সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন এবং অপর ঘটনায় গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার...
নবম পে-স্কেলের এক দফা দাবিতে যশোরে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন
যশোর অফিস : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটি, যশোর জেলা শাখার উদ্যোগে নবম পে-স্কেলের এক দফা দাবিতে প্রেসক্লাব যশোরের...
হাদি হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন ও সড়ক অবরোধ
যশোর অফিস : হাদি হত্যার বিচারের দাবিতে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি, যশোর জেলা। শুক্রবার বিকেলে...
চৌগাছায় রহস্যজনক অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮ লাখ টাকা
চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় একটি কাঠের ফার্নিচারের দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা কাঠ, বিভিন্ন মেশিন ও প্রস্তুত ফার্নিচার পুড়ে আনুমানিক...
কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নয়াগণতান্ত্রিক গণমোর্চা, যশোর জেলা
প্রেসবার্তা : উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেন-এর...















