সারাবাংলা ৮৮ এর উদ্যোগে যশোরে ইফতার সরবরাহ

0
314

গতকাল বিকেলে সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে অসহায় মানুষের (২৫০ প্যাকেট) মাঝে ইফতার সামগ্রী সরবরাহ করা হয়েছে। সারাবাংলা ৮৮ যশোরের বন্ধুদের মাধ্যমে শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কের আল্লাহু ভাস্কর্য্যের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারাবাংলা ৮৮ বন্ধুদের মধ্যে তরিকুল ইসলাম পান্না, ডিটো সাঈদ, মোহাব্বত আলী জীবন, শাহাদত হোসেন, সালাহউদ্দীন, সিরাজ খান, অ্যাড. পাভেল, রেজাউর রাজু, টিপু সুলতান, মকসেদ মুনলাইট, অধ্য নূরে আলম সিদ্দিকী মিলন, আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম বুলু, বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here