মহেশপুর মাটিলা সীমান্তে ফেন্সিডিল জব্দ

0
340

মহেশপুর(ঝিনাইদহ)অফিস: রবিবার সকালে মহেশপুর মাটিলা সীমান্তে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি। বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৫৮ বিজিবির অধিনস্ত মাটিলা বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে মাটিলা গ্রামের একটি বাঁশ বাগানের ভিতর থেকে অভিনব কায়দায় একটি বস্তার রাখা ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে। এ সময় বিজিবির উপস্তিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here