মহেশপুরে ৫৪ ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর প্রদান

0
287

মহেশপুর(ঝিনাইদহ)অফিস : মহেশপুর উপজেলায় ৫৪ ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে মুজিব বর্ষ উপলে এই উপহার দেওয়া হয়। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ হলরুমে এ সকল ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১১টায় ভার্চুয়ালি জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর থানা অফিসার ইনচার্জ সেলিম মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল সাজ্জাদ,সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার,মহেশপুর প্রেসকাবের সভাপতি আব্দুর রহমান,সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু, মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here