প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এসএম ইয়াকুব আলী

0
407

মাবিয়া রহমান মনিরামপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পে মণিরামপুরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার(২৯শে এপ্রিল) সকালে উপজেলার আগরহাটি গ্রামে দুস্থ-অসহায়দের মাঝে উক্ত উপহার সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির নির্বাহী সদস্য ও যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এসএম ইয়াকুব আলী। এসময় প্রায় ৮ শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ তুলে দেয়া হয়। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জবেদ আলী সরদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা.মেহেদী হাসান, মণিরামপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সহ-সভাপতি জিএম ফারুক আলম, নির্বাহী সদস্য আব্দুল মতিন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো, এস এম ইয়াকুব আলীর ছোট ছেলে ফুয়াদ রেদওয়ান, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী আহাদুল করিম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, ফজলুর রহমান, শিউলী বেগম প্রমুখ। উপহার সামগ্রী বিতরণকালে এস এম ইয়াকুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মানবতার রোল মডেল। তিনি বিশ্ব মানবতার মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অসহায় ও সমাজে পিছিয়ে পড়া মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। তার উৎসাহেই তার পে এই ঈদ উপহার অসহায়দের মাঝে বিতরণ করা হলো। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যাতে সুস্থ্য থেকে দেশ পরিচালনা করতে পারেন, সেই দোয়া সকলের কাছে কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here