যশোরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠিত।

0
406

আবিদ হাসানঃ যশোরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে, সরকারী যাকাত ফান্ডের উদ্যোগে ধনী ব্যক্তিদের নিকট থেকে যাকাত গ্রহণ করে দরিদ্র অসহায় এবং দুস্তদের সাবলম্বী করার জন্য যাকাত প্রদানের আয়োজন করা হয়।গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে ৬০দরিদ্র অসহায় নারী ও পুরুষের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়।চেক বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশন যশোরের সভাপতি মোঃ তমিজুল ইসলাম খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রফিকুল হাসান,পৌর মেয়র হায়দার গণি খান পলাশ,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,ইউসিবিয়াল ব্যাংকের কমকতা ফকির আক্তারুজ্জামান খানসহ আরও অনেকে।ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিলাল বিন কাশেম জানান,এ বছর যশোরে সবমোট তিন লক্ষ ছত্রিশ হাজার ত্রিশ টাকার নগদ অর্থ যাকাতের মাধ্যমে প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি তমিজুল ইসলাম খান বলেন যাকাত দিলে ধন-সম্পদ পবিত্র ও বৃদ্ধি পায়।এটা কোন দান নয় বরং দরিদ্র অসহায় দুস্থ মানুষের প্রাপ্ত অধিকার।আমাদের সকলের উচিত সমাজে দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো।লোক দেখানো যাকাত প্রদান না করে দরিদ্র মানুষের কমসংস্থান সৃষ্টি করে দেওয়া এটিও একটি বড় ধরনের মানবিক সহযোগিতায় বিশেষ ভূমিকা পালন করে।পরে স্থানীয় পযায়ে ২০জন ও বিভিন্ন
উপজেলা ভিত্তিক ৪০জনকে ৭০০০ হাজার টাকা করে যাকাত প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here