চুয়াডাঙ্গায় গাছচাপায় প্রাণ গেলো শিশুর

0
447

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে রাহুল আহমেদ (১১) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শনিবার (৭ মে) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল আহমেদ একই গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো। নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে জিকে ক্যানেলে গাছ কাটা দেখতে যায় রাহুল। এসময় একটি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে স্থানীয় কিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here