মির্জাপুর মহিলা কলেজে শাম্স-উল-হুদা একাডেমিক ভবন উদ্বোধন ঘরে-বাইরে নারীদের সফলতা প্রশংসিত হচ্ছে: এমপি রণজিৎ রায়

0
328

আক্তারুজ্জামান ফাহিম,খাজুরা: যশোরের খাজুরার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করে দিলো জাহেদী ফাউন্ডেশন। শনিবার (৭ মে) বিকেলে চারতলা বিশিষ্ট এই শামস্-উল-হুদা একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। বিশেষ অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেন, ‘আমাদের সমাজ বহুদূর এগিয়েছে। নারীরা এখন আর পশ্চাৎপদ অবস্থানে নেই। ঘরে-বাইরে নারীদের সফলতা প্রশংসিত হচ্ছে। শিায়, উদ্যোক্তা হিসেবে, নানা পেশায় নারীরা আজ সবচেয়ে সফল। তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের এই আধুনিক যুগে নারীরা সাফল্যের শীর্ষে অবস্থান করবে।’ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কবির খান জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, খাজুরা এমএনমিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শরিফুল ইসলাম ও জাহেদী পরিবারের সদস্য আলী হায়দার টফি। এ সময় নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সহধর্মিনী নাহিদা আক্তার জাহেদী, কলেজ পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি নিয়তী রানী রায়, জাহেদী পরিবারের সদস্য ক্রীড়ানুরাগী শাম্স-উল-বারী শিমুল, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকছেদুল বারী অপু, শেখ হাসিবুল বারী বাবু, শহিদুল বারী রবু, আবু শাহরিয়ার জাহেদী, নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পুত্র মুসা-উস-শাম্স জাহেদী অভ্র, কন্যা জাহেদী আক্তার, প্রবীন রাজনীতিক মাস্টার নুরুল ইসলামসহ কলেজের শিক, শিার্থী ও অভিভাবক, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার প্রধান, রাজনীতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here