ঈদের ছুটি শেষ, আজ খুলেছে রাজগঞ্জের হাইস্কুলগুলো

0
275

হেলাল উদ্দিন,রাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষ করে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলেছে আজ। বিদ্যালয়ের ১৮ দিনের ছুটি শেষ হয়েছে গতকাল রোববার (০৮মে-২০২২)। জানাগেছে- মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গত ২১ এপ্রিল-২০২২ থেকে শুরু হয়ে রোববার (০৮ মে-২০২২) পর্যন্ত বন্ধ ছিলো শ্রেণি পাঠদান কার্যক্রম। ১৮ দিনের ছুটি শেষ করে আজ সোমবার (০৯ মে-২০২২) রাজগঞ্জ এলাকার সকল মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা হয়েছে এবং যথারীতি শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে। প্রসঙ্গত- অন্য বছর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পুরো রমজান ব্যাপী ছুটি থাকতো। করোনার তি পুষিয়ে নিতে, এবার রমজানেও কাস চালু রাখে সরকার। এবারের ১৮ দিনের ছুটির মধ্যে পবিত্র রমজান, শব-ই-কদর, জুমাতুলবিদা, মে দিবস ও ঈদুল ফিতর-এর ছুটি ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here