যশোরের ছিনতাই, চুরি, বিস্ফোরক , হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি বেজপাড়ার ডলারকে আটক

0
265

যশোর অফিস : যশোরের ছিনতাই, চুরি, বিস্ফোরক , হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি বেজপাড়ার ডলারকে আটক করেছে র‌্যাব -৬ যশোরের আভিযানিক একটি দল। মঙ্গলবার দুপুর দুইটার পর তারা জানতে পারে ডলার বেজপাড়ায় অবস্থান করছেন। তাৎক্ষনিক তারা ওই
এলাকায় অভিযান চালিয়ে দুপুর আড়াইটায় ডলারকে আটক করে। মেহেদি হাসান ডলার শহরের বেজপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ এম.নাজিউর রহমান। তিনি আরও জানান, ডলার কোতোয়ালি থানার ২০২১ সালের ১৬ আগষ্টের একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। যার মামলা নং-৭০। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। তিনি আরও জানান ডলারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here