সয়াবিন তেল মজুদের দ্বায়ে বেনাপোলে ব্যবসায়ীকে জরিমানা

0
247

বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল কাঁচা বাজারের মুদি দোকান মেসার্স মেহেরাব স্টোরে শার্শা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৬হাজার লিটার খোলা সয়াবিন মজুদের দ্বায়ে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান সহ আগামী ৩দিনের মধ্যে মজুদকৃত সয়াবিন তেল ন্যায্য মূল্যে ক্রেতা সাধারনের মাঝে বিক্রিয় করার নির্দেশনা দিয়েছেন।
বুধবার( ১১মে )সকালে শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ),এন এসআই এর এডি ও বেনাপোল বাজার কমিটির নেতৃবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইদুজ্জামান অর্থদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ট বাজারের মেসার্স মেহেরাব স্টোরে উপজেলা প্রশাসনের পক্ষ্যে অভিযান পরিচালিত হয়।এ সময় বেশী দামে বিক্রির উদ্দেশ্যে ৬ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখতে দেখা যায়। তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ্য মজুদের দ্বায়ে প্রতিষ্ঠান মালিক আবু সাঈদ আপেলকে ৩০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।জরিমানার টাকা আদায় পূর্বক তা সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here