যশোরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

0
258

যশোর অফিস : যশোরে জেলা হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, হাসপাতালের তত্বাবধায়ক ডা.আখতারুজ্জামান, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ হাসপাতালের অনান্য চিকিৎসকেরা।
আলোচনার প্রথমেই সভাপতি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, বিগত সভায় গৃহীত অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যেগুলি বাস্তবায়ন হয়নি সেগুলি আলোচনার জন্য বলেন। তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান বলেন, বহিরাগত এ্যাম্বুলেন্স পার্কিং রোধ করা যাচ্ছে না, এ্যাম্বুলেন্স মালিক সমিতির সাথে বসে অলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলেও তারা সে সিদ্ধান্ত মেনে চলছে না।
বিগত সভায় আলোচিত হাসপাতালের সামনে এক মূখী রাস্তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এছাড়া হাসপাতালের দেওয়াল সংলগ্ন ভ্রাম্যমান অস্থায়ী দোকান উচ্ছেদ করা দরকার। এটা হলেও হাসপাতালের সামনের রাস্তা কিছুটা যানযট মুক্ত হবে। উপস্থিত পৌর মেয়র হায়দার গনি খান পলাশ বলেন, জেলখানা সংলগ্ন জায়গায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এছাড়া হাসপাতালের সামনে এক মূখী রাস্তার বিষয়ে উপস্থিত সকলে নেতিবাচক মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here