শার্শায় ৫টি অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক সিলগালা

0
237

শহিদুল ইসলাম , যশোরের শার্শায় ৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা । শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
এসব ক্লিনিকগুলোকে যতদিন সঠিক কাগজপত্র দেখাতে না পারবে ততদিন পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
সিগালাকরা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো- বেনাপোল স্টার ডায়াগনষ্টিক সেন্টার,মুক্তিযুদ্ধো ডায়াগনস্টিক সেন্টার, নাভারন সেবা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, বুরুজ বাগান জেনারেল ডায়াগনষ্টিক সেন্টার এবং বাগাআঁচড়ায় আল মদিনা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার।অভিযানে পুলিশ ও শার্শার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডা. ইউসুফ আলী জানান, অনুমোদনহীন বা লাইন্সেস না থাকায় স্বাস্থ্য বিভাগের নারা দেষ ব্যাপি যৌথ অভিযানে সকল জেলা উপজেলার অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেরাটার সিলগালা করা হচ্ছে। শার্শা উপজেলায় শনিবার সকালে ও বিকালে মোট ৫টি অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেরাটার সিলগালা করা হয়েছে । এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here