বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে যশোরের উপআনুষ্ঠিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সংবাদ সম্মেলন

0
240

যশোর অফিস : বকেয়া বেতন-ভাতা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও উপবৃত্তির টাকা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন যশোরের উপআনুষ্ঠিক শিক্ষা কার্যক্রমের ৫২ শিক্ষক। আজ দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলেনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক মোস্তফা কামাল আবির।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আিউট-অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় যশোরের ৮ উপজেলায় ৫৫১টি বিদ্যালয় চলমান রয়েছে। যশোর দিশা সমাজকল্যাণ সংস্থা নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের পর বুনিয়াদি প্রশিক্ষণ দেবার কথা থাকলেও মাত্র ৩৫জন এ প্রশিক্ষণ পেয়েছেন। বাকী ৪১৬জনকে প্রশিক্ষণ না দিয়েই স্কুল পরিচালনায় পাঠানো হয়। ছয় মাস আগে নিয়োগ দেয়া হলেও আজ পর্যন্ত কোন বেতন ভাতা দেয়া হয়নি। সেইসাথে স্কুলে আসা শিক্ষার্থীদের প্রতিমাসে ৩শ’ টাকা করে শিক্ষাবৃত্তি, পোশাক ও স্কুল ব্যাগ দেয়ার কথা থাকলেও তাও দেয়া হয়নি। যে কারণে শিক্ষার্থীরা স্কুল ছেড়ে চলে যাচ্ছে। এমনকি যেসব ঘর ভাড়া নিয়ে উপআনুষ্ঠিক শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে তার টাকাও পরিশোধ করা হচ্ছে না। আশ^াসের কারণে এতদিন শিক্ষকরা ঘরভাড়া দিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছিলেন। কিন্তু এখন শিক্ষকগণ ওই খরচ আর দিতে পারছেন না। বিষয়টি উপআনুষ্ঠিক শিক্ষা ব্যুরো যশোরের সহকারী পরিচালককে জানালে তিনি ঈদুল ফিতরের আগে সমুদয় টাকা পরিশোধের কথা জানিয়েছিলেন। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় ১৫ জুনের মধ্যে বেতন-ভাতাসয় সমুদয় অর্থ পরিশোধ না করলে আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন শিক্ষকগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here