যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত এক আহত দুই

0
232

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা সড়কে ভ্যান ও পিক-আপের সংঘর্ষে ভ্যানচালক মাহাদি (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আর দুই শিশু। নিহত মাহাদি চুড়ামনকাটির গোবিলা গ্রামের মৃত নয়েজ উদ্দীনের ছেলে ও আহত দুই শিশু আব্দুলপুর গ্রামের আব্দুল জলিলের জমজ ছেলে শামিম ও তামিম। মঙ্গলবার (০৭জুন) দুপুরে যশোর চৌগাছা সড়কের আব্দুলপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে শিশু তামিম (৬) ও তার জমজ ভাই শামীম (৬) কে সাথে নিয়ে তাদের মা চুড়ামনকাটি থেকে আব্দুলপুর বাড়ি যাওয়ার জন্য মাহাদির অটো ভ্যানে ওঠেন। পথিমধ্যে আব্দুলপুর বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেয়ারা বোঝাইকৃত খুলনা মেট্টো ১১-১৯০২ নাম্বারধারী একটি পিকআপ গাড়ি তাদের ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যান গাড়ীটি রাস্তার পাশে উল্টে গেলে ভ্যান চালক মাহাদি ও দুই শিশু তামিম ও শামীম গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাদিকে মৃত ঘোষণা করেন। উত্তেজিত জনতা পিকআপটি আটকে রাখলে খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ি পুলিশের এ এস আই মুনির ঘটনাস্থালে হাজির হয়ে গাড়ীটি ও চালক বাপ্পিকে পুলিশি হেফাজতে নেন। আহত শিশুদের পিতা আব্দুল জলিল জানান,তাদের দুজনেরই মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। হাসপাতালের চিকিৎসক তারেক জানান,হাসপাতালে আনার আগেই মাহাদি মারা যান এবং শিশু দুটোর অবস্থা ও গুরুতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here