ভয়নগরে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

0
385

যশোর অফিস : শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় অভয়নগরে দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন হয়েছে। ৮ জুন বুধবার দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধন, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনার পারভীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠান স ালনা করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here