নড়াইল বাস টার্মিনাল ময়লার ভাগাড়,নিজস্ব অর্থায়নে ভড়াট করলেন শ্রমীক নেতা মশিয়ার রহমান বিশ্বাস

0
384

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল শ্রমিক ইউনিয়ন নেতা মশিয়ার রহমান বিশ্বাসের নিজস্ব অর্থায়নে নড়াইল নতুন বাসটার্মিনালের সামনে ময়লা আবর্জনার স্তুুপ, দূর্গন্ধ থেকে মুক্তি পেল শ্রমিক ও এলাকার সাধারন মানুষেরা।এস্কেভেটর দিয়ে নিজে দাড়িয়ে থেকে ভরাট করে দিলেন ময়লাখানা।
নড়াইল পৌরসভা কতৃক বিগত বারো বছর ময়লা ফেলা হচ্ছিলো নতুন বাস টার্মিনালের সামনে, নাকে রুমাল চেপেও ঐ এলাকা পার হওয়া ছিল কষ্ট সাধ্য,নতুন টার্মিনাল এলাকায় গেলে দম বন্ধ হওয়ার উপক্রম হতো। শ্রমিকরা শ্বাস কষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছিলো, এমতাবস্থায় বর্তমান মেয়র আন্জুমান আরা ময়লা ফেলার যায়গা পরিবর্তন করলে যায়গাটির ময়লা আবর্জনা নিজস্ব অর্থায়নে ভড়াট করে দেওয়ার মহতি উদ্যোগ গ্রহন করেন নড়াইল শ্রমীক ইনিয়নের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, নড়াইল জেলা কৃষকলীগের সহসভাপতি ও জনপ্রিয় শ্রমিক নেতা জনাব মশিয়ার রহমান বিশ্বাস।
এবিষয়ে কথা বলতে নতুন বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায় এস্কেভেটর দিয়ে ময়লাখানা ভরাটের কাজ চলছে, আর পাশেই দাড়িয়ে ভড়াটের কাজ তদারকি করছেন নড়াইল শ্রমীক ইউনিয়ন (১২৯৫) এর আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মশিয়ার রহমান বিশ্বাস। আমাদের দেখেই কাছে চলে আসলেন। ময়লার ভাগার আর শ্রমীকের দূর্দশা নিয়ে কথা বলতেই বললেন নিজের মনের কথা,আমি শ্রমীক নেতা নই, আমি শ্রমীকদের ভাই, ভাই হিসেবে শ্রমীকের অন্তরে যায়গা করে নিতে চাই,আমার শ্রমীকেরা আজ প্রায় এক যুগ ধরে ময়লা আবর্জনার দূর্গন্ধে কষ্ট পাচ্ছিলো,অনেক আন্দোলন সংগ্রামের পর এই ময়লার ভাগার এই এলাকা থেকে সড়াতে সক্ষম হয়েছি। তাই দ্রুত সময়ের মধ্যে যায়গাটি আমার নিজস্ব অর্থায়নে ভরাট করে দিচ্ছি।
আমি নড়াইল শ্রমীক ইউনিয়ন ( ১২৯৫ ) এর আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে শ্রমীকদের ভাগ্য উন্নয়নে যা যা করতে হয় তাই আমি করবো, আমি নড়াইল শ্রমীক ইউনিয়ন (১২৯৫) এর সকল সদস্যদের দোয়া, আশির্বাদ ও সমর্থন প্রত্যাশি।
শ্রমীক নেতা মশিয়ার রহমান বিশ্বাস ময়লার ভাগাড়টি নিজস্ব অর্থায়নে ভড়াট করে দেওয়ায় শ্রমীক ও এলাকার সাধারন মানুষের অভিব্যক্তি ছিলো চোখে পড়ার মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here