ঝিকরগাছার শংকরপুরে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম

0
394

স্টাফ রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছার শংকরপুরে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (৭ই জুন) উপজেলার শংকরপুর বাজারে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন, শংকরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সিরাজুল ইসলাম (৫০),তার ভাই শফিকুল ইসলাম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক পরিবারের সঙ্গে একই গ্রামের আর একটি পরিবারের মধ্যে জমিজমা ক্রয় সংক্রান্তপর জের ধরে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এঘটনায় রাজ্জাক পরিবারের নিকট থেকে ৮০ হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছিলো ইতিপুর্বে।যার দুটি মামলাও হয়েছে।
বুধবার সকালে শংকরপুরে ক্রয়কৃত সেই জমিতে রাজ্জাকের ছেলে সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম মিরুসহ তার ভাইয়েরা গেলে আগে থেকে ওৎ পেতে থাকা শংকরপুর ওয়ার্ডের ইউপি সদস্য মহাসীন আলীর নির্দেশে কেসমত, হক, খলিল ও মুনসুরের নেতৃত্বে ১০/১৫ জনের একদল বাহিনী তাদের উপর হামলা চালায়।
এ সময় লোহার রড, দা, বাশের লাটি দিয়ে সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম,শফিকুল ইসলাম, ও সাজ্জাদুল ইসলামকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ওই বাহিনীর সদস্যরা।
আহতদের উদ্ধার করে প্রথমে স্হানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সিরাজুল ও শফিকুলের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এঘটনার পরদিন ফেরীঘাটে অবস্হিত রাজ্জাক এ্যান্ড সন্স এর মিস্টির দোকান জোর পুর্বক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও।অভিযোগ উঠেছে।
ঝিকরগাছা থানার অফিসার্স ইনচার্জ(ওসি) সুমন ভক্ত জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here