মণিরামপুরে ফেসবুকে হতাশামূলক স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

0
258

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে জিহাদ হোসেন সুজন (২০) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৯ জুন-২০২২) রাত ৮টার দিকে মণিরামপুর পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনের একটি ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।
সুজন যশোর সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি এলাকার নূর ইসলামের ছেলে। বাবা-মা পৃথক হওয়ায় বাবার বাড়ি ছেড়ে দীর্ঘদিন তিনি মা মাজেদা বেগমের সঙ্গে কামালপুর এলাকায় নানাবাড়িতে থাকতেন। সম্প্রতি তিনি মায়ের সঙ্গে পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনের মাস্টার মনিরুজ্জামানের ভাড়া বাড়িতে ওঠেন।
সুজনের বন্ধু কাজী সবুজ বলেন- মোহনপুর বটতলা মোড়ে একটি কাপড়ের দোকান করার কাজ চালাচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে মাকে সঙ্গে নিয়ে কাজ করেছেন সুজন। এর মধ্যেই কোনো এক সময় ফেসবুকে হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দেন। পরে দোকান থেকে ফিরে নিজ ঘরে ফ্যানের হুকের সঙ্গে গামছা ঝুলিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনেরা টের পেয়ে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন- দীর্ঘদিন সুজনের মা-বাবা পৃথক রয়েছেন। তা ছাড়া সংসারে অভাব-অনটন ছিল তাদের। এসব কারণে হতাশায় ভুগছিলেন তিনি।
এসআই আব্দুর রাজ্জাক আরও বলেন- হতাশা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন সুজন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার মরাদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here