আনিছুর রহমান:- ফুটবল খেলায় জীবন কেড়ে নিলো এবারের এসএসসি পরীক্ষার্থী সাজিদের।খেলায় আঘাত পাওয়া সাজিদ (১৭) শুক্রবার সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইন্নালিল্লাহি —“রাজিউন। সাজিদ হলেন মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের বড় পুত্র।
উল্লেখ্য সাজিদ গত ১২/১৩ দিন পূর্বে ফুটবল খেলা করতে যেয়ে তার পায়ের হাটুতে আঘাত পায়। এর পর থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে আসছে। কিন্তু গত দুই দিন পূর্বে তার আঘাত পাওয়া পায়ের অবনতি দেখা দেয়। এক পর্যায় ৯ জুন বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে মৃত্যু বরণ করেন সাজিদ। লাশটি শুক্রবার দুপুর ১২ টার দিকে বাড়িতে পৌছালে এক নজর দেখতে হাজার হাজার নারী পুরুষ ভীড় জমাই।
এদিকে সাজিদের অকাল মৃত্যুতে পিতা মাতা ভাই বোন সহ পরিবারের সকলেই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। এদিন আসরের নামাজবাদ জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে লাশটি দাফন কার্য্য সম্পাদন করা হয়েছে। এ দিকে সাজিদের পিতা শোকে কাতুর আব্দুর রশিদ বলেন, ছেলের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে আগামী ১৯ জুন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করার কথা ছিল। তাছাড়া অবসর সময়ে ভাসমান সংলগ্ন মিনি পিকনিক স্পটের কলা বাগান কপি হাউজ নামের দোকানটি চালাতেন। কয়েকদিন পুর্বে ফুটবল খেলার সময় সাজিদ পায়ে আঘাত পায়। স্থানীয় ডাক্তারের কাছ থেকে ঔষুধ খাওয়ানো হচ্ছিল। সে হেঁটেও বেড়াচ্ছে। বুধবার রাতের দিকে পায়ে বেশি সমস্যা দেখা দিলে বৃহস্পতিবার যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আর তাকে ধরে রাখতে পারলাম না। কথা হয় নিহত সাজিদের ছোট দাদা প্রভাষক মোশারফ হোসেনের সাথে তিনি বলেন, পুতাটি ছিল অত্যান্ত কর্মট ও নম্রভদ্র প্রকৃতির। লেখাপড়ার মাঝে পিতামাতাকে সহয়তা করা ও পাশাপাশি অন্যন্য কাজ করে নিজেকে প্রতিষ্টিত করা ছিল তার মুল লক্ষ্য। কিন্তু আল্লাহ তাকে অল্প বয়সে নিয়ে গেলেন, আল্লাহ তারে বেহেশত নসিব দান করুন। এদিকে সাজিদের অকাল মৃত্যুতে শোক সম্পাপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হক মন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক আকবার আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, মিনি পিকনিক স্পটের সকল দোকানদার বৃন্দসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যন্য সংগঠনের নেতৃবৃন্দ।















