ডিভোর্সী স্বামীর ছুরকাঘাতে টেইলার্সের মালিক পলি আহত, থানায় অভিযোগ দায়ের!

0
271

মোঃ বাবলু বাবলু, কালিয়া, নড়াইল : নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে পলি বেগম (৩৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারী সাবেক স্বামী কর্তৃক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ১১ জুন (শনিবার) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় পলি বেগম বাদী হয়ে মোঃ মাহফুজ শিকদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পলি বেগম বাগুডাঙ্গা গ্রামের মোঃ জামাল মোল্যার মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৪ মাস আগে একই গ্রামের মৃত বেলায়েত শিকদারের ছেলে বিবাদী মোঃ মাহফুজ শিকদার (৩৫) এর ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকেই সে পলির ওপর শারীরিক ও মানষিকভাবে নির্যাতন চালালে বিবাহের দুই মাস পরে মাহফুজকে ডিভোর্স দেয়। অতঃপর মাহফুজ তাকে বিভিন্ন সময় পুনরায় তার সাথে ঘর চাই। কিন্তু পলি খানম রাজি না হলে মাহফুজ তাকে প্রান নাশের হুমকি দিলে নিজের নিরাপত্তার জন্য নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলেন বলে জানা যায়। ঘটনার দিন রাতে পলি বেগম বাগুডাঙ্গা বাজারে তার কর্মস্থল তানিশা টেইলার্স থেকে বাড়ী ফেরার পথে মাহফুজ তার পথরোধ করে হত্যা করার উদ্যেশ্যে এলোপাতারি কুপিয়ে মুখে ও হাতে মারাত্ম জখম করে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে মাহফুজ পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে নড়াগাতী থানার ডিউটি অফিসার উত্তম কুমার জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ওসি নড়াগাতীর নির্দেশনা মোতাবেক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here