যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার আড়াপাড়া-আড়কান্দি দুই কিলোমিটার সড়ক উন্নয়নে ব্যপক অনিয়মের অভিযোগ তুলে ক্ষুব্ধ স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে।
জানা যায়, আড়াপাড়া- আড়াকন্দি সড়কে প্রায় দুই কোটি টাকা ব্যায়ে উন্নয়ন কাজ করা হচ্ছে। এ প্রকল্পের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শহিদুল ইসলাম ও রফিফুকল ইসলাম রাস্তা উন্নয়নের কাজে খুবই নিম্নমানের ইট ব্যবহার করছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা বার বার অনিয়মের প্রতিবাদ করার পরও ভালোমানের ইট দিয়ে কাজ না করায় মঙ্গলবার সকালে সড়কে কাজ চলাকালীন সময়ে ঠিকাদার শহিদুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে। এবং রাস্তার কাজ বন্ধ করে দেয় স্থানীয় জনতা।
সরজমিনে মঙ্গলবার (১৪ জুন) সকালে ওই সড়কে গিয়ে দেখা যায়, খুবই নিম্নমানের ভাটার ময়লাসহ ভাঙা ইট দিয়ে খোয়া ভাঙ্গা হচ্ছে এবং ময়লা ইটের গুড়া ব্যবহার করা হচ্ছে রাস্তার কাজে। ঠিকাদারদের স্থানীয়রা অবরুদ্ধ করলে, তারা স্থানীয়দের বুঝাতে চাচ্ছেন কাজটিতে তাদের ২৫ লক্ষ টাকা লোকসান হবে তারপরও তারা এলাকার স্বার্থে কাজ করছেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তারা সেখানে পরিদর্শনে যায় না। ফলে এই সুযোগে নানা অযুহাত দেখিয়ে রাস্তার কাজে অনিয়ম করে যাচ্ছে ঠিকাদারেরা।
এ ব্যাপারে চৌগাছা উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, আড়পাড়া-আড়কান্দি সড়কের ব্যাপারে আমি শুনেছি। আমি ব্যবস্থা নিচ্ছি। যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।















