১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস-২০২২ উপলক্ষ্যে আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, যশোর ও স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন আমার যশোর এর আয়োজনে এবং শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এ্যাসোসিয়েন ও উৎসব টেকনোলজি লি. এর সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান ও ২০২০-২১ সালের সম্মানীত সর্বোচ্চ রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরি বিল্ডিং এর নিচ তলায়। সকাল সাড়ে দশটায় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, যশোর শাখা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভি কে মহাজন, হেড অব প্লান্ট অপারেশন, এইচ এম সি এল বাংলাদেশ লি. আহসাব কবীর বাবু, সভাপতি, শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এ্যাসোসিয়েন, যশোর এবং সভাপতিত্ব করেন জাহিদ হাসান টুকুন, সেক্রেটারি, আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, যশোর এবং সভাপতি, প্রেসকাব, যশোর।
উক্ত অনুষ্ঠানের প্রতিপাদ্য শোগান ছিল “রক্তদান পারস্পারিক নির্ভরতার একটি কাজ, তাই রক্তদানে যুক্ত হোন এবং মানুষের জীবন বাঁচন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে তার বাবাকে রক্তদানের মাধ্যমে তিনি প্রথম রক্তদান করেন, তিনি আরো বলেন মানুষের জন্য কাজ করার জন্য এটি অনন্য একটি কাজ। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন থ্যালাসেমিয়া রোগে যে সকল শিশুরা আক্রান্ত তাদের বেচেঁ থাকার জন্য প্রতি মাসেই রক্ত প্রয়োজন হয়, সেক্ষেত্রে একজন শিশুর জীবন বাঁচিয়ে রাখার জন্য এটি অতিব গুরুত্বপূর্ণ একটি কাজ। তার প্রতিষ্ঠান সকল সময়ে এই কাজের সাথে সম্পৃক্ত আছে এবং থাকবে। উৎসব টেকনোলজি লি. এর ব্যাবস্থাপনা পরিচালক এবং আমার যশোর এর সাধারণ সম্পাদক অজয় দত্ত বলেন এবারের ১৪ ফব্রুয়ারীর রক্তদান উৎসবে আমরা ঘোষণা করেছিলাম এবার থেকে প্রতি বছর ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসে আমরা রাক্তদান অনুষ্ঠান করবো, এটি তারই একটি প্রয়াস। সভাপতি জাহিদ হাসান টুকুন তার বক্তব্যে বলেন ধর্মীয় ভাবে এটি একটি মহৎ কাজ এবং রক্তদান করলে অন্য একজনকে তো উপকার করা হলোই তদুপরি নিজের শরীরের বহুবিধ উপকার হয়ে থাকে। পরবর্তীতে উক্ত অনুষ্ঠানের অতিথিগণ মোট তেত্রিশ জন স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্য থেকে যথাক্রমে দশ বার, কুড়ি বার, ত্রিশ বার ও চল্লিশ বার রাক্তদাতাদের হাতে পুরস্কার তুলে দেন । এ পর্যায়ে যশোর জেলার শ্রেষ্ঠ রাক্তদাতা প্রতিষ্ঠান হিসাবে স্বেচ্ছাসেবী সংগঠন আমার যশোর ও এইচ এম সি এল বাংলাদেশ লি. কে পুরস্কৃত করা হয়।















