রাজগঞ্জ এলাকায় ট্রলি থেকে ছিটকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

0
241

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলা রাজগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রলি থেকে পড়ে তারেক হোসেন (১০) নামের এক মাদ্রাসা ছাত্রর মৃত্যু হয়েছে। নিহত তারেক উপজেলার রাজগঞ্জ এলাকার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের শফিক সরদারের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার (১৬ জুন-২০২২) সকাল ৯টার দিকে বাড়ির পাশের চাচাতো ভাইয়ের ট্রলির উপর থেকে পড়ে চাকায় ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এলাকাবাসী সূত্রে জানাযায়- চাচাতো ভাই হাবিবুর রহমানের বালু বোঝাই ট্রলিতে ছিলো মাদ্রাসা ছাত্র তারেক হোসেন। চলন্ত অবস্থায় অসাবধানতা বশত ট্রলি থেকে সে ছিটকে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোমেন বিশ্বাস। শিশু তারেকের মৃত্যুতে তার পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here