রাসেল মাহমুদ॥ । পাঁকা কাঁঠালের মৌ-মৌ গন্ধে মাতোয়ারা যশোর সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রূপদিয়া বাজার প্রতি বছর মৌসুম জুড়ে এ বাজারে পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের বাগান থেকে আসা কাঁঠালের আধিপত্য চলে আসছে এবারও তার ব্যতয় ঘটেনি। বাজারে আগত ব্যবসায়ীরা জানান, যশোর জেলার বিভিন্ন এলাকার কাঁঠাল খুলনা জেলায় জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। এবার উপযুক্ত আবহাওয়ার কারণে বেশ ভালো ফলন হয়েছে।
যশোর-খুলনার পার্শ্ববর্তী হওয়ায় কাঁঠাল বিভিন্ন পাইকার মোকামে আনতে খরচও বেশ কম হয়। প্রতিদিনই খুলনাঞ্চলের সবচেয়ে বড় পাইকারি কাঁঠালের মোকাম নগরীর রেল স্টেশন সংলগ্ন কদমতলায় ৩০/৪০ হাজার পিস কাঁঠাল যায় যশোরের এসব অঞ্চল থেকে। এর মধ্যে তিন ভাগের দুই ভাগ আসে যশোরের বিভিন্ন উপজেলা থেকে। মেসার্স আল্লাহর দান বাণিজ্য ভান্ডারের ব্যবসায়ী মো. আব্দুল্লাহর সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন যশোরের বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল আসছে। দৈনিক তার আড়তে তিন থেকে চারশ’ কাঁঠাল বেচাকেনা হচ্ছে। জানা যায়, খুলনা অঞ্চলের বাজারে যশোরের কপোতাক্ষ পাড়ের কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে। প্রকার ভেদে এসব কাঁঠাল ৪০/১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যশোরের রূপদিয়া বাজার ঘুরে দেখা যায়, আষাঢ়ের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই জাতীয় ফল কাঁঠালে সয়লাব। ব্যবসায়ীরা কাঁঠালের স্তপ নিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায়। কেউ বিক্রি করছেন পাইকারি, আবার কেউ খুচরা। প্রতিটি কাঁঠাল ৪০ টাকা থেকে ১’শ ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা যায়, যশোরের কচুয়া, দেয়াপাড়া, রায়মানিক, ফতেপুর মালিডাঙ্গাসহ এসব এলাকায় এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। বাজারে গেলেই দেখা মিলবে চারিদিক শুধু কাঁঠাল আর কাঁঠাল। বহু মানুষ কাঁঠাল নিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায়। ইঞ্জিন চালিত নসিমন, করিমন, ভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যানে করে প্রচুর কাঁঠাল রূপদিয়া বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে। ব্যবসায়ীরা জানান, খুলনা ছাড়াও যশোরের কাঁঠাল যাচ্ছে বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, চট্টগ্রামসহ উত্তরবঙ্গের নানা জেলায়। জানা গেছে, জ্যৈষ্ঠ মাসের শুরুতেই কাঁঠাল ওঠা শুরু হয়। আষাঢ় মাস জুড়ে সবচেয়ে বেশি বেঁচাবিক্রি হয় সুস্বাদু ও মিষ্টি স্বাধের জাতীয় ফল কাঁঠাল। তবে এই বছর শ্রাবণ মাসেও কাঁঠাল পাওয়া যাবে বাজারে।
Home
যশোর স্পেশাল পাঁকা কাঁঠালের মৌ-মৌ গন্ধে মাতোয়ারা যশোর সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রূপদিয়া বাজার















