পদ্মা সেতু উদ্বোধন , মাননীয় প্রধানমন্ত্রীকে যবিপ্রবি পরিবারের ধন্যবাদ

0
227

(যশোর: ২৫ জুন ২০২২ খ্রি.): বাংলাদেশের গর্ব, অহংকার, আত্মবিশ্বাস ও মর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা ও বিজয় অর্জনের পর আজকে বাংলাদেশের আরেকটি বিজয় ও স্বাধীনতা সূচিত হলো।’
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে যবিপ্রবি আয়োজিত কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ৯টায়। কর্মসূচির শুরুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। এরপর শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-কেন্দ্রীয় মসজিদ হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন যবিপ্রবি উপাচার্য।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা ও বিজয় অর্জনের পর আজকে বাংলাদেশের আরেকটি বিজয় ও স্বাধীনতা সূচিত হলো। আমরা প্রমাণ করেছি- আমরাও পারি, বাঙালিরা পারে। জাতির পিতার নেতৃত্বে আমাদের স্বাধীনতা ও বিজয় অর্জন হয়েছে। আর শেখ হাসিনার নেতৃত্বে এসেছে অর্থনৈতিক মুক্তি এবং পদ্মা সেতু। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে গেছেন, বঙ্গবন্ধু কন্যা পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করছেন। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলেই নেত্রীর সৈনিক।’ তিনি বলেন, আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে। আজকের দিনটি তাঁর জন্য, বাংলাদেশের জন্য মাইলফলক হয়ে থাকলো।’ বাংলাদেশের গর্ব, অহংকার, আত্মবিশ্বাস ও মর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন করায় যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংক্ষিপ্ত সভা শেষে সকলে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে সরাসরি সম্প্রচারিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের পর উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় স্লোগানে স্লোগানে পুরো গ্যালারি মুখরিত হয়ে উঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here