বাঘারপাড়ায় পদ্মা সেতুর উদ্বোধন উৎসব পালিত

0
225

আজম খান, বাঘারপাড়া(যশোর): স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে দেশ ব্যাপী মহা আনন্দের অংশ হিসাবে দক্ষিণাঞ্চলে বইছে আনন্দের বন্যা। এই আনন্দ থেকে পিছিয়ে নেই যশোরের বাঘারপাড়াও।
এ সেতু দেশের দক্ষিন অঞ্চল সহ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সংগে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম এ প্রতিপাদ্য সামনে রেখে বাঘারপাড়ায় নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উৎস পালিত হয়েছে।
এদিন বিকেলে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মিছিলটি মহিলা কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,নারিকেলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক গিয়াস উদ্দিন হিরা,যুবলীগ নেতা মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন,সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, সাদ্দাম হোসেন টুলু,স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ পলাশ,আব্দুল কাদের,ছাত্রলীগ নেতা সাদ খান,ইউপি সদস্য ফিরোজ হাসান ।
এদিন সকালে বাঘারপাড়া থানা পুলিশের পক্ষ থেকেও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here