বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় যশোরের রূপদিয়া এলাকার দুইজনের মৃত্যু!

0
237

রাসেল মাহমুদ : স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় যশোরের রূপদিয়া এলাকার দুইজনের মৃত্যু! ফরিদপুরের নগরকান্দায় ট্রাক ও যাত্রী বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যশোরের রূপদিয়া অঞ্চলের দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহতদের একজন হলেন রূপদিয়া বাজারের মুরোত আলী মার্কেটের পার্টস ব্যবসায়ী (জামান মেশিনারীর) মালিক অহিদুল ইসলাম। নিহত অহিদুল ইসলাম মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। অপরজন হলেন কচুয়া গ্রামের খানপাড়ার মৃত ছাত্তার আলী খাঁনের ছেলে মফিজুর রহমান খাঁন।
২৫ জুন শনিবার (পদ্মাসেতু উদ্বোধনের দিন) রাত ৮ টার দিকে ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কান্দী নামক স্থানে তাদের বহনকৃত মাইক্রোবাসটি দুর্ঘটনায় পতিত হয়ে এই দুইজন মৃত্যু বরণ করেন। এসময় আরো বেশ কয়েকজন আহত হয়। তবে তাৎক্ষণিক ভাবে আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। দূর্ঘটনায় নিহতদের স্বজনেরা জানান, তারা একই সাথে লাইন বাসে পদ্মাসেতু উদ্বোধন দেখতে গিয়েছিলো। ফেরার পথে একটি মাইক্রোবাসে (শেয়ারিং) বাড়ি ফিরছিলেন। ওই মাইক্রোবাসে আরো কয়েকজন যাত্রীও ছিলো। পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা দুইজনের মৃত্যু হয়। এ ছাড়াও মাইক্রোবাসের আরও কয়েকজন জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধার তৎপরাতা ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়।
এরমধ্য নিহত অহিদুল ইসলামের মরদেহ ২৫ জুন শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ তার গ্রামের বাড়িতে আনা হয়। এবং পরদিন ২৬ জুন রবিবার সকালে মফিজুর রহমান খানের লাশ নিজ বাড়িতে আনে স্বজনরা। ২৬ জুন রবিবার বেলা ১১ টায় উভয়ের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here