এ মাসেই বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

0
215

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী জুলাই মাসের মাসের ২ তারিখ থেকে ছুটি ঘোষণা করা করেছে। ঈদের এ ছুটিতে এবার দ্রুত বন্ধ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সকল হল। ক্যাম্পাস বন্ধের দু’দিন আগেই বৃহস্পতিবার (৩০ জুন) বন্ধ হচ্ছে আবাসিক হলগুলো। এছাড়াও সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ০২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় ৩০ জুন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। ছুটি শেষে ১৫ জুলাই সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে। এছাড়া আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here