আজম খান, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নিবন্ধনবিহীন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ২৬ মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন যশোর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই কবির হোসেন।
টিএসআই কবির হোসেন জানিয়েছেন, সড়কের শৃ্ঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান চালানো হয়েছে।
এতে নিবন্ধনবিহীন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ২৬ মোটরসাইকেল জব্দ করে বাঘারপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।















