যশোর বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছে ২৪ দৃষ্টি প্রতিবন্ধী এসএসসি পরিক্ষার্থী

0
445

যশোর প্রতিনিধি : দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। শ্রুতি লেখকের সাহায্য নিয়ে পরীক্ষায় বসবে তারা। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, উত্তরপত্র লেখার জন্য এই শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের চেয়ে ১৫ মিনিট সময় বেশি পাবে। এছাড়া এবার বোর্ডের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা ৩১ জন বলে জানিয়েছেন কর্মকর্তারা। উত্তরপত্র লেখার ক্ষেত্রে তারা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি সময় পাবে। যশোর সদর উপজেলার বারোবাজার এলাকার একটি কেন্দ্রের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী সাকিব জানায়, বাড়িতে বসে মা-বোনদের কাছ থেকে শুনে শুনে সে পড়া মুখস্থ করছে। তার প্রস্তুতি ভালো। ভালো ফলের ব্যাপারে সে আশাবাদী।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্রের ভাষ্য, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here