যশোরের চৌগাছায় পিলারের সাথে মোটরসাইকেলর ধাক্কা চালক নিহত

0
269

যশোর অফিস : যশোরের চৌগাছায় পিলারের সাথে মোটরসাইকেলর ধাক্কা দুর্ঘটনায় জাহিদ হাসান জুয়েল (৪০) নামের চালক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে উপজেলার কয়ারপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মাজালী গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
ঘটনার বিবরনে জানা যায়, আজ রবিবার সকালে জাহিদ তার গর্ভবতী স্ত্রীকে বেসরকারি ক্লিনিকে ভর্তি করে প্রয়োজনীয় কাগজপত্র আনতে চৌগাছা থেকে মাজালী যাওয়ার পথে চৌগাছা টু যশোর রোডের কয়ারপাড়া বাজারে পরিবহন সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খায় এবং গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্হানীয়রা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here