পিজ্জাওলজি যশোরের যাত্রা শুরু

0
343

নিজস্ব প্রতিবেদক : যাত্রা শুরু করলো দেশের স্বনামধন্য অভিযাত রেস্তরা পিজ্জাওলজি যশোর শাখা। শুক্রবার বিকেলে চিত্রার মোড়ে হোটেল ম্যাগপাই এর দ্বিতীয় তলায় ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মেরিল প্রথম আলো সেরা নবীন অভিনয় শিল্পী জান্নাতুল ফেরদৌস ঐশী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ। এ সময় যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এইচ আর তুহিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এক্সিকিউটিভ মেম্বার শাহাবুদ্দিন আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মনোতোষ বসু, দৈনিক স্পন্দনের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাবুব আলম লাভলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মাহামুদ হাসান বুলু, বিশিষ্ট সাংস্কৃতিক নেতা হারুন আর রশিদ, পিজ্জাওলজি বাংলাদেশের চেয়ারম্যান বেলাল হুসাইন, পিজ্জাওলজি যশোরের পার্টনার ফয়সাল ফারুকি অমি, দেলোয়ার হোসেন দিলসান ও মেহেদী হাসান সুমন। পরে দোয়া পরিচালনা করেন কারবালা মাদ্রসার মাওলানা মইবুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here