নড়াইলের রাজু শেখ হত্যা মামলায় ৭জনকে যাবজ্জীবন কারাদন্ড

0
244

নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের রাজু শেখ হত্যামামলায় ৭জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা, অনাদায়েআরো ১বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতেরবিচারক মোঃ কেরামত আলী এ আদেশ দেন। কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন জেলারনড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের বুলু শেখ, দাউদ শেখ, নাসিমশেখ, সেকোন শেখ, শামীম শেখ ও দুল মিয়া শেখ,কুত্তি শেখ। রায় ঘোষনার সময়
আদালতে ৫জন আসামী উপস্থিত থাকলেও আসামী শামীম শেখ ও দুল মিয়া শেখ পলাতকরয়েছেন। নিহত রাজু শেখ কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের আঃ সালাম শেখেরছেলে।মামলার বিবরনে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল বিকেলে নিহত রাজু শেখনাস্তা করার জন্য কলাবাড়িয়া হাটে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নলীয়ানদীর পূর্ব পাড়ে কেরামতের দোকানের দক্ষিণ পাশে পৌঁছালে পূর্ব শত্রুতার
জের ধরে আসামীরা রাজু শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রফিকশেখ বাদী হয়ে ২০০৪ সালের ২মে নড়াগাতি থানায় মোসলেম শেখসহ ৮ জনের নামে
মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে আসামীদের বিরুদ্ধেআনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত এ রায় দেন। আসামীদেরমধ্যে মোসলেম শেখ মৃত্যুবরন করায় তাকে অব্যাহতি দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here